দৌলতদিয়া ঘাটে বাড়ছে ঢাকামুখী মানুষের ভিড়
প্রকাশিত : ১৬ মে ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানুষের চাপ বাড়তে শুরু করছে।স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কাজে যোগ দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে বাড়ছে ঢাকামুখী মানুষের ভিড়।দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ব্যক্তিগত ছোট গাড়ি, মোটরসাইকেল, মাহিন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশায় দৌলতদিয়া ঘাটে আসছেন এসব যাত্রী।
শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঢাকামুখী মানুষের ভিড় বাড়তে শুরু করে। অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে তারা ঢাকাসহ আশ-পাশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যাচ্ছে। তবে ঢাকা থেকেও আসছেন অনেক যাত্রী। ঢাকাগামী যাত্রী আক্তার হোসেন জানান, পরিবারের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরতে হচ্ছে। পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদলে অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঘাট এলাকা স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, যাত্রীদের জনস্রোত বা চাপ সকালের দিকে না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। তবে এই রুটে সবগুলো ফেরি চালু থাকায় আমরা আশা করছি যাত্রী ও যানবাহন পারাপারে সমস্যা হবে না।