গলাচিপায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

প্রকাশিত : ২১ মে ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়নে বড় গাবুয়া কমিউনিটি ক্লিনিক, আমখোলা ইউনিয়নের ভাংরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ মে) উপজেলার ২টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, শেখ হাসিনা সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। আপনারা সকলে কমিউনিটি ক্লিনিকে এসে সেবা নিন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

আপনার মতামত লিখুন :