বুড়িগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে ফতুল্লা মডেল থানা!
প্রকাশিত : ২৭ মে ২০২১

বুড়িগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে ফতুল্লা মডেল থানা। ইতিমধ্যে থানার সংলগ্ন বুড়িগঙ্গা নদীর প্রবল স্রোতে থামার উত্তর পাশের দেয়াল ভেঙে অনেকটা ভিতরে ঢুকেছে বুড়িগঙ্গা নদী। গতকাল বুধবার(২৬ মে)থানায় গিয়ে দেখা যায় এ চিত্র।
থানার পিছনের দেয়াল ভাঙা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখা যায় বুড়িগঙ্গা নদীর পাড় গেসে অবস্থিত ফতুল্লা মডেল থানা। থানা নদী সংলগ্ন হওয়ায় বুড়িগঙ্গা নদীর স্রোতের বেগে থানার উত্তরের দেয়াল ভেঙে গেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু থানার পুলিশের নেই তাতে কোন নজরদারী এমনটা জানায় থানা সংলগ্ন কিছু সাধারণ মানুষ।
তারা জানায়, প্রথমে নদীর স্রোতে অল্প পরিমান থানার দেয়াল ভাঙলেও পরে আস্তে আস্তে দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করছে নদীর ভাঙ্গন। বড় ধরনের ঝড় বা ঘূনিঝড় হলে নদীর স্রোতের বেগ বেড়ে গেলে থানায় আরো ভয়াবহ আকার ভাঙ্গনের সম্ভাবনা দেখছে তারা। এবং যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এছাড়া প্রায় দেড় মাস যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত ২/৩দিন যাবত তা আবার চলাচল শুরু হয়েছে। এতে করে নদীতে ঢেউ একটু হলেও বেড়েছে।
থানা নদীর ভাঙ্গনে কবলে পড়ায় থানার নিরাপত্তার বিষয়টি দিকে কোন পদক্ষেপ গ্রহন করেছে কিনা এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান কাছে জানতে চাইলে তিনি জানায়,ওটার বক্তব্য নিতে আসছেন কেনো।ওটা কি নিউজ নাকি। প্রতিবছই এই রকম হয়। নিউজ করার মত কিছু নাই এখানে। ভারীবর্ষণের কারনে থানার দেয়াল। ভাঙছে। আমরা প্রাথমিকভাবে কাজ করছি। সরকারের কাছে প্রস্তাব পাঠাইছি। সরকার এটার কাজ করে দিবে। এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না।