ঢাকা- সিলেট মহা-সড়কে বাস ও পিকআপে সংঘর্ষে ১ জন নিহত ২ জন আহত
প্রকাশিত : ২৭ মে ২০২১

ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ প্রতিনিধি): ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত ২ জন আহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া বাজার নামক স্থাসে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।জানাযায়, ঢাকা থেকে সিলেট গামী বাস ও সিলেট থেকে হবিগঞ্জগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী নিহত হন।
নিহত ব্যক্তি হবিগঞ্জ সদরের পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র আলতাব মিয়া (৩৫)।সংঘর্ষে গুরুতর আহত হন পিক আপ ভ্যানের চালক বড়চর গ্রামের মাসুদ মিয়ার পুত্র শামিম (২৬)সহ আরেক জন।তাৎক্ষনিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।