পাথরঘাটায় সংরক্ষিত বন থেকে হরিণ উদ্ধার, আ’টক ২

প্রকাশিত : ২৭ মে ২০২১

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণসহ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে বনবিভাগ।বৃহস্পতিবার বিকেল উপজেলার হরিনঘাটা বন থেকে উদ্ধার করা হয়। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। আটকরা হলেন, পশ্চিম বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিনঘাটাবন থেকে একটি হরিণ শাবকসহ দুজনকে দেখার সঙ্গে সঙ্গে বন বিভাগে খবর দিলে তারা হরিণসহ দুজনকে আটক করে। হরিনঘাটা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে দুইজনকে একটি হরিণের শাবকসহ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :