ভাইরাল সেই ভিডিওর বিকৃত যৌন নির্যাতনকারীর পরিচয় মিলেছে
প্রকাশিত : ২৭ মে ২০২১

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যায়, ২০-২২ বছরের একজন তরুণীকে বিবস্ত্র করে ৩/৪ জন যুবক শারীরিক ও বিকৃতভাবে যৌন নির্যাতন করছে। ঘটনাটি ভারতের কেরালায় হলেও ভিকটিম ও নির্যাতনকারীদের যুবকের একজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ভিকটিমসহ জড়িতদের ফিরিয়ে আনতে পুলিশ সদর দফতরের মাধ্যমে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তেজগাঁও বিভাগে উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
তিনি বলেন, কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে যৌন নির্যাতনকারী একজনের চেহারার সঙ্গে রাজধানীর হাতিরঝিলের মগবাজার এলাকার এক যুবকের ফেসবুক আইডিতে পোস্ট করা ছবির সঙ্গে মিল পাওয়া যায়। ফেসবুক আইডি তদন্ত করে তার আসল নাম-ঠিকানা শনাক্ত করে পুলিশ। ভিডিওতে শনাক্ত হওয়া টিকটক হৃদয়ের মা ও মামা পুলিশকে জানান, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে চার মাস আগে তাকে বাসা থেকে বের করে দেয়া হয়। এরপর থেকে বাসার কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না।
ডিসি মো. শহিদুল্লাহ বলেন, কৌশলে টিকটক হৃদয়ের মামার হোয়াটসঅ্যাপে থেকে হৃদয়ের ভারতীয় নম্বরে যোগাযোগ করা হলে সে জানান, গত তিন মাস আগে ভারতে গেছে। যৌন নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ঘটনা ঘটে ১৫ থেকে ১৬ দিন আগে। হৃদয় আরো জানান, ভিডিওর ভিক্টিম একজন বাংলাদেশি তরুণী। তার বয়স ২০-২২ বছর। তার বাসা হাতিরঝিল থানা এলাকায়। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ওই তরুণীর আরো পরিচয় জানতে চাওয়া হলে হৃদয় হোয়াটসঅ্যাপে ভিক্টিমের একটি ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড পাঠায়।
হৃদয় জানিয়েছেন, ভাইরাল হওয়া যৌন নির্যাতনের ঘটনায় হৃদয় ও তার কয়েকজন বন্ধু জড়িত ছিল। ঘটনাটি ঘটে ভারতের কেরালায়। ডিসি বলেন, হৃদয়ের দেয়া তথ্যমতে তরুণীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। তরুণীর পরিবার নিশ্চিত করেছে মেয়েটি তাদের। পরিবারের সঙ্গে মেয়েটির গত দুই বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। বর্তমানে তারা ভারতে অবস্থান করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।