কলাপাড়ায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে নৌ-বাহিনীর সদস্যরা

প্রকাশিত : ২৮ মে ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে নৌ-বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী গোলবুনিয়া, লালুয়া, ছনখোলা, বানাতিপাড়া ও চরপাড়া এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরন করেন।

কমান্ডার নেভাল খুলনা এরিয়া এর পক্ষ থেকে বানৌজা শেরে বাংলার সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা ক্যাপ্টেন এম মহব্বত আলী (জি) পিএসসি, বিএন নেতৃত্বে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবণ, ১ কেজি সোয়াবিন তেল, ৬ টি মোমবাতি, ১টি গ্যাস লাইট দেয়া হয়।

আপনার মতামত লিখুন :