মাদারীপুর জোড়া খুনের ঘটনা আড়াল করতে সালাম শেখ হত্যা: পুলিশ
প্রকাশিত : ২ জুন ২০২১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে চাঞ্চল্যকর সালাম শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিন আসামীকে গ্রেপ্তারের পর একজনের স্বীকারোক্তিমূলক জবাবনন্দিতে বেরিয়ে আসে হত্যার মূল রহস্য। এক বছর আগের রাজৈর উপজেলার হোসেনপুর এলাকার জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেরাই সালাম শেখকে হত্যা করেছে বলে দাবী করেছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান এসপি।
পুলিশ সুপার জানান, গত ২৩ মে রাজৈর উপজেলার হোসেনপুর এলাকায় বাইর পুকুর এলাকায় রক্তাক্ত অবস্থায় সালাম শেখ (৫০) কে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এই ঘটনায় দুই দিন পর ৪১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আয়নাল শেখ। এই ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত উত্তর হোসেনপুর এলাকার সেরজন মুন্সীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সেরজন শেখ মাদারীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
অন্যদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে সালাম শেখকে নিজেরাই খুন করেছে বলে স্বীকার করেন। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, এহসানুর রহমান ভূইয়া, রাজৈর থানার ওসি শেখ সাদী প্রমুখ।