বেনাপোলে অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত : ৩ জুন ২০২১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খলসী বাজার এলাকা থেকে ১টি সচল পিস্তল,২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলিসহ শ্রী শংকর কুমার সরকার (২৭) ও মো. আজিম শেখ পচা (১৯) কে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৪টার সময় উদ্ধার অস্ত্র ও আসামী আটককের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি সোমেন দাশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের শ্রী কানায় সরকারের ছেলে শ্রী শংকর কুমার সরকার ও একই গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম হোসেন, এসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই রঞ্জন বসু সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানাধীন খলসী বাজারস্থ মো. রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর থেকে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।