রাজনগরে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ২১ জুন ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় রাজনগর থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ পশ্চিমভাগ সাকিন হইতে ১৪০ পিস ইয়াবাসহ আসামী দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাজনগর পশ্চিমভাগ এলাকার মৃত আনা মিয়ার পুত্র তোফায়েল আহমদ প্রঃ তুলু (৩৬), ও মৃত কুতুব উদ্দিন এর কন্যা সুজনা আক্তার (২২)। তোফায়েল আহমদ প্রঃ তুলু’র দেহ তল্লাশি তাহার পরিহিত লুঙ্গির কোমরের ডান পাশের কোচের ভাজে (ক) ১টি নীল রংয়ের পলিথিনের বায়োরোধক প্যাকেটে রক্ষিত নব্বই পিচ এবং সুজনা আক্তার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্লাজোর কোমরের ভাজ হইতে পঞ্চাশ পিচসহ মোট একশত চল্লিশ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । যার বাজার মূল্য ৪২ হাজার টাকা।