যুবলীগ নেতার পিতার দাফন কলাপাড়ায় সম্পন্ন আ’লীগ ও যুবলীগের শোক প্রকাশ

প্রকাশিত : ২৩ জুন ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মো.মুরসালিন আহম্মেদ পিতা আব্দুল লতিফ গাজী মৃত্যুবরন করেছেন। বুধবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের হাফিজিয়া আল-মদিনা মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হলে পারিবারিক করস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহষ্পতিবার তাকে বাড়িতে নিয়ে এলে মঙ্গলবার সন্ধ্যায় চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি এক স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মো.মুরসালিন আহম্মেদ পিতার মৃত্যুতে পরিবারের পটুয়াখালী-০৪, আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া কলাপাড়া উপজেলা যুবলীগ, মহিপুর থানা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন :