মাদারীপুরে লকডাউনে তিন সড়ক দূর্ঘটনায় ২ চালক সহ আহত ৭, লকেট, ট্রাক ও থ্রি-হুইলার জব্দ
প্রকাশিত : ২৪ জুন ২০২১

মাদারীপুর প্রতিনিধি: গত কাল মঙ্গলবার মাদারীপুরে সর্বাত্র সড়ক-মহা সড়কে লকডাউন চলাকালিন সময়ে মাদারীপুর-ঢাকা মহা সড়কে সকালে,বিকেলে ও রাতে তিনটি সড়ক দূর্ঘটনা ঘটে। এতে দুই চালক সহ সাত জন যাত্রী আহত, এবং পুলিশ আসার আগেই চালক পালিয়ে যায় বলে নিশ্চিত করেন মস্তফাপুর হাইওয়ে ফাড়ি ইনর্চাজ সৈয়দ আবদুল্লাহ আল মামুন।
মাদারীপুর-ঢাকা মহাসড়কের পাথরিয়ারপাড় মাইক্র ও মটর চালিত ভ্যান সকালে, বিকেলে গোপালপুরৃৃৃৃৃ ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংর্ঘষ ও রাতে মহা সড়কে রং পার্কিং করে রাখা স্কেভেটর সহ লকেটের সাথে থ্রি-হুইলার সংর্ঘষ ঘটে। এতে দুই চালক থ্রি-হুইলার যাত্রী সোহেল রানার বাম পা সর্ম্পূণ বিচ্ছিন্ন সহ আরো চার যাত্রী মারাক্তক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিৎিসা দেওয়া হচ্ছে।
ঘটনায় জেলা ও হাইওয়ে পুলিশ অহতদের উদ্ধার করে এবং লকেট, ট্রাক ও থ্রি-হুইলার জব্দ করে। মস্তফাপুর হাইওয়ে ফাড়ি ইনর্চাজ সৈয়দ আবদুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনা ঘটার সাথে সাথে ঘটনা স্থানে গিয়ে আহতদেও উদ্ধার কওে বিভিন্ন হাসপাতালে পাঠাই। গাড়ি চলাচলের জন্য রাস্তা জটলা মুক্ত করি এবং লকেট,ট্রাক ও থ্রি-হুইলার জব্দ করি।