আজ থেকেই পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব

প্রকাশিত : ৩ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন নিশ্চিত করতে সারা দেশে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব। শনিবার (৩ জুলাই) রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার মোড়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

ব্রিফিংয়ে বলা হয়, লকডাউনে মূল সড়কগুলোতে মানুষের অযথা চলাচল কম থাকলেও পাড়া-মহল্লায় দিনভর জটলা লেগে থাকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত দেখা গেছে। এমন বাস্তবতায় দেশজুড়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে র‌্যাব। তিনি আরও বলেন ‘তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কটা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। আজ থেকে পাড়া-মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিবো।’

খন্দকার আল মঈন জানান, বিধিনিষেধ মানাতে র‌্যাব এখন পর্যন্ত সারা দেশে ৪ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন, যা চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এ বিধিনিষেধে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সব কার্যালয়। বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ মানা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনা সদস্যরা সড়কে তৎপরতা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :