যেকোনো দুর্যোগে আ’লীগ নেতাকর্মীরা জনগণের পাশে থাকেন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ৪ আগস্ট ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণের পাশে থাকেন। এবার ডেঙ্গু প্রতিরোধেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। শুক্রবার রাজধানীর খামারবাড়ি গোলচত্বরে কৃষক লীগ আয়োজিত ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাই যার যার বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার রাখব। ডেঙ্গু সচেতনতা সৃষ্টির কর্মসূচি সফল করে তুলব। তিনি বলেন, ‘ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করলে অবশ্যই আমরা এই যুদ্ধে জয়ী হব।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হোসনে আরা এমপি, শামীমা আক্তার খানম এমপি ও মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কৃষিবিদ সুব্রত দাস।


