আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে: তাপস
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০

আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে বলে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ শুরুর আগে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
কোনোভাবেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় জানিয়ে ব্যারিস্টার তাপস আরও বলেন, কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে। আমি নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করবো, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে গতকাল সোমবার দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের ইসলামী মার্কেটের সামনে নির্বাচনী প্রচার চালান তিনি। তিনি বলেন, নৌকার গণজোয়ার দেখে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দিশেহারা হয়ে পড়েছেন।
এসময় তিনি আরও বলেন, নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন ইশরাক হোসেন। আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।