কলাপাড়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে এর আয়োজনে করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা হুমায়ুন সোহেল সহ আরো অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
 
