যুবলীগ নেতার আস্তানায় দেহ ব্যবসা, পতিতা আটক

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২১

যুবলীগ নেতার আস্তানাসহ চারটি স্থানে অভিযান চালিয়ে তিন পতিতা সম্রাজ্ঞীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সিলেটের বিশ্বনাথের পুরাতন বাজারের গরুহাটায় থাকা যুবলীগ নেতা রুহেল খানের পতিতা আস্তানায় এ অভিযান চালানো হয়। অন্য তিন আস্তানার মধ্যে দুটি হচ্ছে ওই যুবলীগ নেতার বাবা ও ভগ্নীপতির।

রুহেল খান উপজেলা যুবলীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান গ্রুপের নেতা। আটককৃতরা হলেন- পতিতা সম্রাজ্ঞী খালেদা বেগম (৩৮), পেয়ারা বেগম (৪০), রোজি বেগম (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৩৫)।

আটক বাকিরা হলেন-পতিতা কলি বেগম (২৭), সাহেনা বেগম (২২), হোছনা বেগম (২০), মধুমা বেগম (৪২), তার স্বামী বাদশা মিয়া ও নিলুফা বেগম (৪৪)। মামলা দায়েরের পর বুধবার বিকালে তাদের সিলেট আদালতে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পতিতা সম্রাজ্ঞী খালেদা বেগম, রোজি বেগম ও পেয়ারা বেগম বিভিন্ন স্থান থেকে পতিতা এনে দেহ ব্যবসা চালিয়ে আসছেন।

এদিকে এ অভিযোগ অস্বীকার করেন যুবলীগ নেতা রুহেল খান। তিনি বলেন, তার কলোনিতে কোনো প্রকার দেহ ব্যবসা হয় না।বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :