সাপাহারে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনে অভিযান

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহারে সাপ্তাহিক পশুর হাটে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের তাজপুর সাপ্তাহিক গরু-ছাগলের হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ সরকার ঘোষিত সকল প্রকাশ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করা হয়। এবং স্বাস্থ্যবিধি পরিপালন না করার অপরাধে ৬ জনসহ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টোল আদায়ের দায়ে হাট ইজারাদাকে বিধি মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :