বর্ডার সিকিউরিটি ফোর্স ৩.২৬৩ কেজি রুপার গহনা সহ ০১ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে

প্রকাশিত : ২০ মে ২০২১

সীমান্ত সুরক্ষা বাহিনী, দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা ৩.২৬৩ কেজি রুপার গহনা সহ ০১চোরাচালককে গ্রেপ্তার করেছে । জব্দকৃত রুপার আনুমানিক মূল্য ১,৭২,০৭০ / টাকা । এই সমস্ত রুপার গহনা উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত চৌকি হাকিমপুর অঞ্চল থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

মোটরসাইকেলের টুল বাক্সে রুপার গহনা লুকানো ছিল

২০২১ সালের ১৮ মে সেক্টর কলকাতা, ১১২ ব্যাটালিয়নের সীমা চৌকি হাকিমপুরের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের নিকট হাকিমপুর চেকপোস্টে দৈনিক ডিউটি চলাকালীন অনুসন্ধান অভিযান চালায় । সময় ১৯১৫ টার দিকে, জওয়ানরা একটি সন্দেহজনক মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর – ডাব্লু বি ২৬ বিসি ২৯৫৪) স্বরূপদা থেকে হাকিমপুর গ্রামের দিকে যেতে দেখে । কর্তব্যরত জোয়ানরা তাকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করলে হঠাৎ মোটরসাইকেল আরোহী স্বরূপদার দিকে ফিরে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত জওয়ানরা তাকে ধাওয়া করে এবং ধরে ফেলে। মোটরসাইকেল ও আরোহীকে তল্লাশি করা হলে মোটরসাইকেলের টুলবক্সের গহ্বর থেকে ৩.২৬৩ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। জওয়ানরা শীঘ্রই মোটর সাইকেলের পাশাপাশি রূপার গহনা বাজেয়াপ্ত করে এবং মোটরসাইকেল আরোহীকে (চোরাচালানকারী) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে নেয় । চোরাকারবারির নাম – শাহরুখ গাজী, বয়স – ১৮ বছর, গ্রাম – তারালী (দক্ষিণপাড়া), ডাকঘর – হাকিমপুর, থানা – স্বরূপনগর, জেলা – উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।

জিজ্ঞাসাবাদ চলাকালীন চোরাচালানকারী শাহরুক গাজী বলে যে সে একজন ভারতীয় নাগরিক এবং গত কয়েকদিন ধরে ক্ষুদ্র পাচারের কাজে জড়িত ছিল। আজ সন্ধ্যায় (১৮ মে) তাকে বিথারি বাজারে বসিরহাটের বাসিন্দা রাজেশ মন্ডল এই রুপার গহনা দিয়েছিল এবং এই গহনাগুলি সীমান্ত সুরক্ষা বাহিনীর ডিউটি লাইন পার করে বাংলাদেশি পাচারকারী দাশিম দালালকে (গ্রাম – বালিয়াডাঙ্গা, জেলা – সাতক্ষীরা, বাংলাদেশ) করতে বলেছিল। সে যখন এই অলঙ্কারগুলি নিজের মোটরসাইকেলে লুকিয়ে বাংলাদেশি চোরাচালকের কাছে দিতে যাচ্ছিল, তখন হাকিমপুর চেকপোস্টের কাছে তল্লাশি করার সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা তাকে ওই রুপার গহনা সহ ধরে ফেলে।

গ্রেফতার চোরাকারবারী এবং জব্দ রুপার গহনাগুলি আরও আইনি কার্যক্রমের জন্য কাস্টমস অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, তার জওয়ানদের এই কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যার ফলে তারা ০১ জন চোরাচালাককে গ্রেপ্তার করেছে এবং নিষিদ্ধ পণ্য পাচারকে ব্যর্থ করে ৩.২৬৩ কেজি রুপার গহনা জব্দ করেছে। তিনি বলেন যে কেবলমাত্র তার কর্তব্যরত জওয়ানরা দায়িত্বে সতর্ক থাকার ফলেই এটি সম্ভব হয়েছে । তিনি আরও বলেন যে দক্ষিণবঙ্গ সীমান্ত সুরক্ষা বাহিনীর মহাপরিদর্শক দ্বারা পরিচালিত অভিযানের আওতায় তার জওয়ানরা সীমান্ত অপরাধে শূন্য চোরাচালানের সমাধান বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং দৃডপতিজ্ঞ।

আপনার মতামত লিখুন :