ফিলিস্তিনীদের পাশে অর্থ এবং সার্বিক শক্তি দিয়ে দাঁড়ানোর এখনই সময়: আবু নাসের রহমতুল্লাহ
প্রকাশিত : ২১ মে ২০২১

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ ফিলিস্তিনীদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াতে চায়। আমরা যদি প্রত্যেকে ১ হাজার টাকা করে দেই তবে বাংলাদেশ থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া সম্ভব। সরকার যদি এই ব্যবস্থা গ্রহণ করে তাহলে অচিরেই তাদের পাশে ত্রান তৎপরতাসহ ২০ হাজার টাকা অর্থ সাহায্য দিতে সক্ষম হব। যেটি সবচেয়ে বেশী প্রয়োজন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা দেখেছি বাংলাদেশের সরকার ফিলিস্তিনীদের পক্ষে একটি বিবৃতি দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন। অথচ যারা আমাদের পানি কেড়ে নিচ্ছে তাদের পাশে সরকার নানাভাবে দাঁড়িয়েছেন। জাতিসংঘ, ওআইসি, আরবলীগ সহ বিশ^বাসী প্রত্যেকের উচিত ফিলিস্তিনীদের পাশে দাড়ানো। যেভাবে তারা একের পর এক ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে এতে নারী-শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনীরা শহীদ হচ্ছেন। কাঁদছে মানবতা, কাঁদছে বিশ^। বিশ^ মোড়লরা এ ব্যাপারে এখনো নীরবতা পালন করছে। আসুন আমরা সবাই মিলে ফিলিস্তিনীদের পাশে দাঁড়াই।
এশিয়া মানবাধিকার সংস্থার উদ্যোগে ২০ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ ও জাতিসংঘ-যুক্তরাষ্ট্রসহ বিশ^ নেতাদের হস্তক্ষেপের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এশিয়া মানবাধিকার সংস্থা’র ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী’র সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম বাবলু’র সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. ফারুক আজম, যুগ্ম আহ্বায়ক মো. শিহাব খান, কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, আসুন আমরা দলমত নির্বিশেষে ফিলিস্তিনীদের পাশে দাঁড়াই। মানবতার পাশে দাঁড়াতে যদি ব্যর্থ হই তাহলে নিজেদেরকে মানবিক ভেবে লাভ কি ? ফিলিস্তিনে যেভাবে গণহত্যা, নারী-শিশু নির্যাতন চলছে বিশ^ বিবেক যদি নিশ্চুপ থাকে তাহলে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ থেকে লাভ কি ?