কলাপাডায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ২৭ মে ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে সায়মা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোজাখুজির পর বাড়ির পিছনের জোয়ারের পানিতে তলিয়ে থাকা একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত সায়মা নাচনাপাড়া গ্রামের মো.ফরিদ উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।