শের-ই-বাংলা মেডিক্যালে করোনায় ৯ জনের মৃত্যু

প্রকাশিত : ৬ জুলাই ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ২ জন করোনা রোগীরা আর বাকি ৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। বরিশালে করোনা শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ। এর আগের দিন ছিল ৫৯.৫৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতালের ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। এরমধ্যে ৩ জন করোনা পজেটিভ। এই মুহূর্তে ভর্তি আছেন ২৩৬ জন। এরমধ্যে ১৯০ জন আইসোলেশন ওয়ার্ডে আর ৪৬ জন করোনা ওয়ার্ডে। এদিকে, বরিশাল সিভিল সার্জন অফিস জানিয়েছে জেলায় করোনা পজেটিভ ১৭৮ জন। এরমধ্যে ১০০ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। ২৪ ঘন্টায় জেলায় কোন মৃত্যু নেই।

আপনার মতামত লিখুন :