কিভাবে ফাঁস হলো পরীমনির জন্মদিন পালনের ভিডিও!

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২১

চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের জন্মদিন উদযাপনের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। প্রশ্ন উঠেছে ভিডিওটি ফাঁস হল কীভাবে। একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রথম আপলোড হয়। মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। কীভাবে এ ভিডিও ছড়িয়েছে, এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।

ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমণির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা। বলা হচ্ছে, ফাঁস হওয়া ভিডিওটি ঈদের পর পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাসায় ধারণ করা। সেখানে পরীমনি, তার কস্টিউম ডিজাইনার জিমি এবং তার গাড়িচালক ছিলেন। জিমি ভিডিওটি ধারণ করেন। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, এ ভিডিও পুলিশের হাতে আসার কথা না, যিনি ভিডিওটি ফাঁস করেছেন, তিনি দুপক্ষের পরিচিত কেউ। ভিডিও ফাঁস করে দেওয়া সেই ব্যক্তি তাহলে কে? এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, কীভাবে ভিডিওটি বাইরে গেছে, তা খতিয়ে দেখা হবে।

বোট ক্লাব কাণ্ডে জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ এবং তার সহযোগী অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন পরীমনি। বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে ডিবি গুলশান। মামলাটির সুপারভাইজার (তত্ত্বাবধায়ক) ছিলেন এডিসি সাকলায়েন। পরীমনিকে গ্রেপ্তারের পর থেকে তার সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে।

আপনার মতামত লিখুন :