টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে আটে উঠবে আফগানিস্তান

প্রকাশিত : ১০ জুলাই ২০২৩

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পাঁচে ওঠার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আফগান সিরিজ শুরুর আগে গণমাধ্যমের এমন খবরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় লাফের আশা দেখেছিল অনেকেই। তবে টাইগারদের প্রথম দুই ম্যাচ হারে ঘটনা এখন মোড় নিয়েছে উল্টো দিকে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সমান ১০১ রেটিং নিয়ে যথাক্রমে ৬ এবং ৫ নম্বরে। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বেড়ে ১০১ হওয়ার কথা ছিল বাংলাদেশের। পয়েন্টের বিচারে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে বাংলাদেশের অবস্থান হতো ৫ নম্বরে। ৬ ও ৭ নম্বরে নেমে যেতো ইংলিশ ও প্রোটিয়ারা।

তবে ১ ম্যাচ বাকি থাকতে বাংলাদেশ সিরিজ হারায়, এখন সেই হিসাবটা বদলে গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে না আফগানিস্তানের। তবে বাংলাদেশের জন্য ভালো খবর এই যে, উন্নতি না হলেও ওয়ানডে র‍্যাঙ্কিং পজিশনে অবনতি হচ্ছেনা লাল সবুজ দলের।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরেই ৮৫ রেটিং নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। ৮২ রেটিং নিয়ে লঙ্কানদের ঘাড়ে নিশ্বাস ফেলছে আফগানিস্তান। আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, শেষ ম্যাচে আফগানিস্তান জিতলে তাদের রেটিং ৫ বেড়ে হবে ৮৭। বাংলাদেশের ৯৬। সুতরাং ম্যাচ জিতলে লঙ্কানদের পেছনে ফেলে ৮ নাম্বার পজিশন দখল করবে আফগানরা। এক ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা নেমে যাবে ৯ নম্বরে। আর শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতলে ৮০ রেটিং নিয়ে ৯ নাম্বারেই থাকবে আফগানিস্তান। বাংলাদেশের রেটিং হবে ৯৯।

অর্থাৎ আফগানিস্তান ম্যাচ জিতলে তাদের সামনে সুযোগ থাকছে শ্রীলঙ্কাকে ৯ এ নামিয়ে ৮ নাম্বার পজিশন দখল করার। আর বাংলাদেশের ক্ষেত্রে জয় পরাজয় পার্থক্য আনবে কেবল পয়েন্ট ব্যবধানে, তবে নড়চড় হবেনা ৭ নম্বর পজিশনের।

আপনার মতামত লিখুন :