কলাপাড়ায় ক্রিকেট খেলার রেস ধরে দুই নারীসহ পাঁচজন জখম
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২২এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় ক্রিকেট খেলার রেস ধরে দু’পক্ষের সংর্ঘষে দুই নারীসহ উভয় পক্ষের পাঁচজন জখম হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দু’পক্ষের মধ্যে মোসলেম প্যাদা গুরুপের মোসলেম প্যাদা, মাইনুল প্যাদা, শিরিন বেগম, কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেছেরের চিকিৎসাধীন।
অপর পক্ষের কামাল মাঝি গুরুপের মো.কাইয়ুম মাঝি ও সবুরা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলার রেস ধরে এ দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের দুই নারী পাঁচজন গুরুতর জখম হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেছেরের চিকিৎসক জুনায়েদ হোসেন লেলিন জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন পক্ষই এখান পর্যন্ত অভিযোগ দেয়নি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 
 
 
