রাঙ্গাবালীতে খাবার পেল চরের শিশুরা
প্রকাশিত : ১ মে ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরের শিশুরা খাবার পেয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চর নজীর দ্বীপের শিশুদের জন্য নৌকায় করে খাবার নিয়ে যান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। ওই চরের ২৫ জন শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। হিসেবে- দুধ, সুজি, চিনি, সাবু ও মুগডাল দেয়া হয়।
এ সময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, আমার জানাই ছিল না যে দ্বীপের ভিতর দ্বীপ এবং সেই দ্বীপে মানুষ বসবাস করে। যখন আমি নিশ্চিত হলাম তখন ট্রলারযোগে ২/৩ঘন্টা নদী পাড়ি দিয়ে শিশুদের জন্য খাবার নিয়ে গেলাম। তিনি আরো বলেন, ঐসব দ্বীপে কোন দোকান না থাকায় এখানের মানুষ আসলেই অসহায়।

 
 
 
