সেই 'সমন্বয়ক' রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

সেই 'সমন্বয়ক' রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)–এর বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে, গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের

সরকারি অফিসের ৫০ শতাংশ লোকজন কাজ না করে বসে থাকে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আপনিও কি তাই মনে করেন ?