ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না এনসিপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার (৪ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে।

সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ' আসনে প্রার্থী দেবে এনসিপি। এই সপ্তাহের মধ্যেই শ'খানেকের নাম প্রকাশ করা হবে।

Link copied!