বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এখন নির্বাচনী উত্তাপে সরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী শনিবার এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন।
শনিবার সকালে শহরের উল্কা মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা বাগবাড়ী, দুর্গাহাটা ও বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। হাজারো মোটরসাইকেলের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানান এবং দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিকেলে কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ কোনো মানুষের নয়, এটি আল্লাহর দেশ। এ দেশ চলবে আল্লাহর আইনে। আপনারা আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ইসলামপ্রেমী প্রার্থীকে ভোট দিন। তিনি আরও বলেন, জুলুম-নির্যাতনে অতিষ্ঠ মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাঁড়িপাল্লা এবার বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর ও নির্বাচনী পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, কলাকোপা থেকে কাগইল পর্যন্ত আট কিলোমিটারজুড়ে আজকের শোডাউন প্রমাণ করেছে, বগুড়া-৭ আসনের জনগণ ন্যায়ভিত্তিক ও সুশাসনের পক্ষে।

আপনার মতামত লিখুন :