করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের খেলাধূলা স্থগিত


প্রকাশিত : ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা, ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সাংবাদিকদের একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে, করোনার মহামারির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনার আতঙ্কের মধ্যেও চলছিলো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচ। তবে আজ থেকে সব ধরণের খেলাধুলাই বন্ধের নির্দেশ আসলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই বোর্ডের মাঝে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করাচিতে এ মাসের ২৯ তারিখে তৃতীয় দফা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে একটি ওয়ানডে ও আরো একটি টেস্ট খেলার কথা ছিলো টাইগারদের।

পহেলা এপ্রিল করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র ওয়ানডে হবার কথা ছিলো। এরপর একই ভেন্যুতে ৫ থেকে ৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ছিলো। কিন্তু, বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের কারণে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি ও বিসিবি।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ