জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে দশমিনায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২২

দশমিনা(পটুয়াখালী)সংবাদদাতা।। জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষ শুরুরস্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুরনাহার খান ডলি।

বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা আতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল হোসেন মাতুব্বার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইব্রাহিম আহম্মেদ অরবিল, সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, স্থানীয় সংবাদকর্মী, সাধারন ও সংরক্ষিত ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, ইউনিয়ান পরিষদের গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

আপনার মতামত লিখুন :