কক্সবাজারের টেকনাফে নাফ নদে জলসীমানা অতিক্রমের অভিযোগে ১৯টি মাছ ধরার ট্রলারসহ ১২২ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড; যাদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জাইল্যাপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড বলছে, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহরণ ঠেকাতেই তাদের আটক করে ফিরিয়ে আনা হয়েছে। তবে জেলেরা জলসীমানা অতিক্রমের অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় শাহপরীর দ্বীপ জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে নাফ নদের জলসীমার শূন্যরেখা অতিক্রম করায় বাংলাদেশি জেলেদের প্রতিনিয়ত ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে আমাদের জলসীমানা অতিক্রম করার দায়ে আরাকান আর্মির হাতে আটক হওয়ার আগেই তাদের ধরে নিয়ে আসা হয়।’
আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা জেলে রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে কোস্ট গার্ডের আনা অভিযোগ অস্বীকার করেছেন আটক জেলেরা। দিল মোহাম্মদ নামে এক মাঝি বলেন, ‘আমরা কোনোভাবেই বাংলাদেশের সীমান্ত অতিক্রম করিনি। মাছ শিকার শেষে ফিরে আসার পথে কোস্টগার্ড আমাদের এখানে ধরে নিয়ে আসে।
ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্র জানিয়েছে, গত আট মাসে নাফ নদ থেকে আরাকান আর্মি অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে। তাদের মধ্যে ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা গেলেও এখনও ১০০ জন তাদের হাতে বন্দি। এর মধ্যে গত চার দিনেই ৪৬ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
আপনার মতামত লিখুন :