সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ১৮ তম ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলার সুযোগ্য শিক্ষা অনুরাগী নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদুল হাসান বক্তব্যকালে বলেন, সকল শিশু শিক্ষার্থীরা ক্রীড়া সংস্কৃতি চর্চায় অন্তরে আনন্দ বয়ে আনে।
উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগীর, পল্লী বিদ্যুৎ গলাচিপা জোনাল অফিসের ডিজিএম মোঃ শামিমুল হক, মিসেস অফিসার ইনচার্জ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।
আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া নৃত্য, ক্রীড়া মশাল ও শপথ বাক্য শেষে ক্রীড়া দফা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলটি ২০০৮ সালে তৎকালীন নির্বাহী অফিসার ও সদ্য বিদায়ী পরিকল্পনা মন্ত্রনালয়ের পরীক্ষণ ও নিরীক্ষণ বিভাগের সচিব, শিক্ষা দরদী আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও মিসেস সেলিনা মহিউদ্দিন স্কুলটি প্রতিষ্ঠা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন। ক্রীড়া অনুষ্ঠানে উপস্থাপনা করেন স্কুলের প্রতিষ্ঠা সদস্য, হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। সার্বিকভাবে স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মেহেদী হাসান চৌধুরী, শারমিন আক্তার আনা, ইয়াসমিন বেগম, লাভলী বেগম সহ সকল শিক্ষক-শিক্ষিকা সহযোগিতা করেন।
২৯ জানুয়ারি-২০২৬ সাংস্কৃতিক পর্ব শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করে স্কুলের আনন্দ মুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবক সহ দর্শনার্থীরা অংশগ্রহণ ও উৎসাহ প্রদান করে।

আপনার মতামত লিখুন :