মনিরুজ্জামান মনু:- জামালপুরের বকশিগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে দোকানে হামলা, ভাংচুর,লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় দোকান মালিক ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকায় মেরুর চর ইউনিয়নের পর্ব কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে পুর্ব কলকিহারা গ্রামের পোরা শেখের ছেলে রাকিবুল ইসলাম লুলু ও রমজান আলীর সঙ্গে একই গ্রামের ইয়ানুস আলীর ছেলে জহিরুল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরুদ্ধ চলেছে।
এরই জের ধরে রাকিবুল ইসলাম লুলু,রমজান আলী, দুলালের নের্তৃত্বে তাদের লোকজন সোমবার রাতে জহিরুল হকের বাড়ি সঙ্গে দোকানে অতর্কিত ভাবে হামলা চালায়। বাধা দিতে গেলে দোকান মালিক জহিরুল হক, ও তার স্ত্রী জরিফুল বেগম কে মারধর করে হামলা কারিরা।
এসময় জহিরুল হকের দোকানে থাকা এল ইডি টেলিভিশন ক্যশবাক্স ভাংচুর ও আসবাব পত্র ভাংচুর করা হয় এবং ৩০ বস্তা চাউল, সারের বস্তা, নগদ টাকা, ও দুটি তেলের ডাম সহ লক্ষাদিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এঘটনা রাতেই বকশিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক জহিরুল হক। এঘটনা বকশিগঞ্জ থানার পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :