ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৭ম শ্রেণির কিশোরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ দুপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে সপ্তম  শ্রেণির একজন শিক্ষার্থী । ওই শিক্ষার্থীর বয়স (১৩) বছর । এ ঘটনায় তিনি  বাদী হয়ে থানায় মামলা করেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরীটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্তরা হলো- দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), একই গ্রামের আনারুলের ছেলে সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী সজিবের সঙ্গে ভুক্তভোগী ওই কিশোরীর নানা বিষয়ে প্রায় কথা হতো। গ্রাম সম্পর্কে সজীব ওই কিশোরীর ফুপা হয়।

শুক্রবার  মধ্য রাতের পর কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্ত যুবক। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে কিছুটা দূরে নিয়ে যায় সজিব। তারপর পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড়ে নিয়ে প্রথমে সজিব এবং পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল ধর্ষণ করে পালিয়ে যায়।

কিছু সময় পর ওই পথ দিয়ে যাওয়া দুই পথচারী কিশোরীকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। কিশোরী ও তার পরিবার থানায় মামলা করতে চাইলেও প্রভাবশালী অভিযুক্তরা নানাভাবে সময় পার করতে শুরু করে।

এক পর্যায়ে নির্যাতনের শিকার ওই কিশোরী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে  থানায় নিয়ে আসে। আজ শনিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ কালের কণ্ঠকে জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায়   অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

Link copied!