চট্টগ্রামে মাহফিলে যাওয়ার পথে মোটরসাইকেল ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। তারা সকলেই মায়ানী মাদরাসার মাহফিলের উদ্দেশ্য বের হন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়ার ছরারকুল এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮), তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। অন্যজন মোহাম্মদ কাওছার (১৪), তার বাড়ি পঞ্চগড়।

এদিকে আহত মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫) কে প্রথমে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কয়েকজন বাইক রাইডার মোটরসাইকেলযোগে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়দুয়ারি এলাকায় মাদরাসার শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় ফেনী-ল ১১-২৫৪৭ নম্বরের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে পথচারী চার শিক্ষার্থী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী অনিক জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চারজনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিলে দুইজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, নয়দুয়ারি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Link copied!