বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দুই শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদিয়া মোস্তারিম (২৪) এবং তার দুই শিশু সন্তান সাইফা (৪) ও সাইফ (২)। সাদিয়ার স্বামী শাহাদত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত থাকলেও এক সপ্তাহ আগে ছুটিতে বাড়িতে আসেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-সাদিয়া রান্নাঘরের বটি দিয়ে দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। এরপর নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার সময় স্বামী শাহাদত পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পুলিশের প্রাথমিক তথ্য।
ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি জব্দ করেছে পুলিশ। ঘটনাটি আরও গভীরভাবে তদন্তের জন্য শাহাদত হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন; স্বাভাবিক হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পরে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

আপনার মতামত লিখুন :