রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের পৃথক প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫, ১০:১২ দুপুর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করলেন ঢাকাস্থ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পৃথক দুটি প্রতিনিধিদল। গতকাল সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন প্রতিনিধিদলটি। ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রতিনিধি লোন থোরূপ- এর নেতৃত্বে তিন সদস্যের একটিদল ৮ ও ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান।

তারা প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করে সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর প্রতিনিধিদলটি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকে অবস্থিত মুক্তি কক্সবাজার কর্তৃক পরিচালিত দুটি নারী বান্ধব সেবাকেন্দ্র ঘুরে দেখেন। এই কেন্দ্রগুলো জাতিসংঘে জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
এদিকে একইদিনে সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত সিডনি স্কভ-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধিদল ১, ১১ ও ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর তারা ইউএনএফপিএ-এর সহায়তায় আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত পুষ্টি কেন্দ্র এবং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গাদের সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উভয় প্রতিনিধিদল কক্সবাজার শহরের উদ্দেশে যাত্রা করেন।

Link copied!