বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫, ০৫:৫৬ বিকাল

২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিডিআরের (বর্তমান বিজিবি) ২৭ জন সাবেক সদস্য। বৃহস্পতিবার (১৫ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

কারা সূত্র জানায়, বুধবার রাতে কেরানীগঞ্জ কারাগার থেকে ২৭ জনের জামিননামা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাবতীয় যাচাই-বাছাই শেষে আজ সকাল থেকে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর কারাফটকে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হলে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। দীর্ঘ কারাবাস শেষে মুক্তির স্বাদে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এর আগে গত ৭ মে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোট ৪০ জনকে জামিন দেন। এর মধ্যে ১৩ জন ছিলেন কেরানীগঞ্জ কারাগারে এবং বাকি ২৭ জন ছিলেন কাশিমপুর কারাগারে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি একই মামলায় আরও ১৭৮ জন বিডিআর সদস্য জামিন পেয়ে ২৩ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান।

Link copied!