ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫, ১১:৪১ রাত

ফরিদপুরে আকাশ নামে এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের খাবাসপুর মোড় এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়। জানা গেছে, আকাশের বিরুদ্ধে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর ফরিদপুর শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার অভিযোগ রয়েছে।

ওই হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্য সচিব এ কে কিবরিয়া, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়েবা ইউসুফ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হন। এ ছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা অপকর্মে জড়িত ছিলেন আকাশ।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, আকাশ অতীতে আমাদের অনেক নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। শহিদুল ইসলাম বাবুলের ওপরও হামলা করেছে সে। এ ধরনের একজন অপরাধীকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ায় আমরা স্বাগত জানাই।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান বলেন, ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!