জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ইসলামি ব্যাংক পিএলসি কলাপাড়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ২২০০ চারা বিতরণ করা হয়।
সোমবার শেষ বিকেলে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শাখা ব্যবস্থাপক (আইবিবি) মো. আবু ছালেহ্ আল মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, ব্যাংকের ম্যানেজার (অপারেশন) নওরোজ আহমেদ, প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম, মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এ দিন ২ হাজার ১৯৫ জন গ্রাহকের মধ্যে ছাতিম, আম, আমড়া, পেয়ারা, লেবুসহ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :