কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতিবাজদের সমাজ শত্রু হিসেবে চিহ্নিত করার দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫, ১০:২৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এমন শ্লোগানের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন পায়রা হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতা প্রথম রাউন্ডে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করেন কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করেন শিক্ষার্থী সালসাবিল রাইয়ান সাইবা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নমিতা রাণী দত্ত, সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

পরে বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীসহ পরিবার তথা রাজনীতিকসহ সকল মানুষের মনে দেশপ্রেম জাগ্রত থাকতে হবে। যেমনি পরিবারের ভ‚মিকা রয়েছে। তেমনি রাজনৈতিকদল, সরকার, রাষ্ট্র, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আগামির বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতিবাজদের সমাজশত্রæ হিসেবে চিহ্নিত করার দাবি জানান।

Link copied!