ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দিনের সফরে পাকিস্তানে এসেছেন। শনিবার (২ আগস্ট) তিনি এশিয়ার অন্যতম শক্তিধর রাষ্ট্রে পৌঁছান। এ সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার ইঙ্গিত মিলছে।
জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান আল্লামা ইকবালের সমাধিসৌধ পরিদর্শন করেছেন। তিনি পাকিস্তানে ব্যস্ত সময় পার করছেন। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পাকিস্তান ইরানের সমর্থনে ছিল। তাই পেজেশকিয়ানের সফর মধ্যপ্রাচ্যে গুরুত্ব পাচ্ছে।
জানা গেছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে শনিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পেজেশকিয়ানকে লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং পিএমএল-এন সভাপতি নওয়াজ শরীফ স্বাগত জানান। পেজেশকিয়ানের সাথে রয়েছেন সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
পাকিস্তান পৌঁছে তিনি আল্লামা ইকবালের সমাধিসৌধ পরিদর্শন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সুদক্ষ সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। তিনি মাজার-ই-ইকবালে ফাতেহা পাঠ করেন এবং দর্শনার্থীদের বইতে তার বক্তব্য লিপিবদ্ধ করেন।
প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানে প্রথম সরকারি সফরে আসা পেজেশকিয়ান রওনা দেওয়ার আগে তেহরানে সাংবাদিকদের বলেন, এই সফরের উদ্দেশ্য ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই ভ্রমণের উদ্দেশ্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সফরের সময় সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। আমরা বিশ্বাস করি যে আন্তঃসীমান্ত বাজার এবং যোগাযোগ পারস্পরিক সহযোগিতার নতুন পথ খুলে দিতে পারে।
আপনার মতামত লিখুন :