দুর্দান্ত ছন্দে থেকে লিগস কাপের দ্বিতীয় ম্যাচে গতকাল সকালে নেকাক্সার বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ২-২ গোলের পর ট্রাইবেকারে নেকাক্সাকে ৪-৫ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাপি জার্সিধারীরা। তাতে দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মায়ামি। পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান মায়ামির। ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পোর্টল্যান্ড।
তবে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনফেকশন নিয়ে মাঠ ছেড়েছেন মায়ামি অধিনায়ক। ডি বক্সের বাইরে নেকাক্সার ডিফেন্ডার রাউল সানচেজ এবং আলেক্সিস পেনার খারাপ ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন লিওলেন মেসি। তাতে আবারও ফিরে আসে হ্যামস্ট্রিং ইনজুরি, যা নিয়ে দীর্ঘদিন ভুগেছেন এমএলএস-টেন।
যদিও সাম্প্রতিক এমএলএসে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে গড়েছিলেন ইতিহাস। সর্বশেষ অ্যাটলাসের বিপক্ষে ম্যাচে জোড়া গোলে অবদান করেছিলেন লিও। তবে গতকাল মেসির অভাব বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। জোড়া অ্যাসিস্ট করে দলের জয়যাত্রায় অবদান রাখেন তিনি।
টানা ম্যাচ খেলায় মেসির ইনজুরির কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমএলএস এবং ফিফা ক্লাব বিশ্বকাপসহ টানা ১৬ ম্যাচে ৯০ মিনিট করে খেলেছিলেন মেসি। যদিও মাঝখানে এমএলএস অল-স্টার এবং সিনসিনাটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেননি মেসি। ইনজুরিতে পড়ায় কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে, তা এখনো নিশ্চিত নয়, আজ মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ইনজুরির গভীরতা।
গতকাল ম্যাচ শেষে মেসির ইনজুরি নিয়ে মায়ামি কোচ জাভিয়ের মাশ্চেরানো বলেন, 'সে অস্বস্তি বোধ করছিল এবং আমরা আগামীকাল পর্যন্ত জানতে পারবো না যে আঘাত কতটা গুরুতর। সম্ভবত কিছু একটা হয়েছে, হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ খুব একটা ব্যথা অনুভব করছিল না। কিন্তু সে টান অনুভব করেছিল।' কোচ কিছু না জানালেও গুঞ্জন আছে, তিন থেকে সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন লিওনেল মেসি।
আপনার মতামত লিখুন :