চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদের' স্ত্রী তামান্না গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদের' স্ত্রী তামান্না গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১0 মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ারউদ্দিন। গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই আনোয়ার হোসেন। তিনি জানান, জোড়া খুনের মামলায় তামান্না এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তামান্না দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। কখনও ছদ্মবেশে বাসা বদল করে, কখনও পরিচয় গোপন করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার

ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে কি ?