ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলারে। এটি গত ২ সেপ্টেম্বর দাঁড়িয়েছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।

গত ২৮ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলারে। এদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার। এ ছাড়া গত ২৪ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮৭ কোটি ২৭ লাখ ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৮৬ কোটি ৮৭ লাখ ডলার।

গত ২১ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮৬ কোটি ১২ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮৫ কোটি ৬৮ লাখ ডলার। গত ১৭ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮০ কোটি ৬৮ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮০ কোটি ৯৯ লাখ ডলার।

গত ১৪ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮২ কোটি ৭৩ লাখ ডলারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮৩ কোটি ৫২ লাখ ডলার। গত ১০ আগস্ট রিজার্ভ ছিল বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫২৩ কোটি ২৩ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২৪ কোটি ৮১ লাখ ডলার।

এর আগে গত ৬ আগস্ট ছিল দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার সাত কোটি ৭৬ লাখ ডলার।

Link copied!