ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

মোসাদের সদরদপ্তরে হামলায় ৩৬ জন নিহতের দাবি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৩২ দুপুর

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নাঈনি দাবি করেছেন, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় মোসাদ সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৬ জন নিহত হয়েছিল। রবিবার ‘স্টুডেন্ট ডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে আইআরজিসি-এর মুখপাত্র নাঈনি ইরানের সামরিক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। 

মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে তিনি জানান, ইসরায়েল যখন ইরানের একটি গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছিল, তার জবাবে ইরান মোসাদের সাইটে হামলা চালায়, যাতে ৩৬ জন নিহত হয়।

নাঈনি বলেন, ইসরায়েল তেহরানের একটি জ্বালানি ডিপোতে হামলা চালানোর পরই ইরান পাঁচ ঘণ্টার মধ্যে হাইফা তেল শোধনাগারকে লক্ষ্য করে দু'বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি দাবি করেন, ইসরায়েলি সূত্রগুলোই এই হামলাকে ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস বলে বর্ণনা করেছিল, যা ওই স্থাপনাটিকে অচল করে দেয়।

Link copied!