ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

তালতলীতে ১৪৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৭ রাত

জেলা প্রতিনিধি, বরগুনা।। বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ চেকপোস্ট অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ঘটিকায় তালতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনের সড়কে তালতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট এর একটি সেকশন (অস্ত্র ও গোলাবারুদ সহ) ও তালতলী থানা পুলিশের সমন্বয়ে জন নিরাপত্তা এবং অপরাধ দমনের জন্য যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।
 
অভিযান চলাকালীন ২জন চিহ্নিত মাদক (ইয়াবা) ব্যবসায়ী মো: হুমায়ুন কবির (৪০) ও মোছা: খুকুমনি (৩২)কে আটক করে। আটককৃত মাদক কারবারীদের পুরুষ ও মহিলা পুলিশ কর্তৃক তাদের দেহ তল্লাশি করে ২টি মোবাইল ও ১৪৮৫ পিছ ইয়াবা পাওয়া যায়। মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির (৪০) বরগুনা সদরের পরিরখাল এলাকার মৃত: মান্নান হাওলাদার ছেলে।অপরজন খুকুমণি (৩২) তালতলী উপজেলার মোমেসী পাড়া গ্রামের মো: শাহ আলমের মেয়ে। আটক ২জনেই অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় যৌথ বাহিনী।
 
পরে আটককৃত ২জন কে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১টা ৪০ঘটিকায় তালতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
 

Link copied!