ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, হবে সামরিক মর্যাদায় দাফন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। আগামীকাল রবিবার (২১শে ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হবে।

আজ শনিবার (২০শে ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ই ডিসেম্বর সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীরা এই ভয়াবহ ড্রোন হামলা চালায়। এতে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই শহীদ হন। শনিবার তাদের মরদেহ দেশে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত বীর শান্তিরক্ষীদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শাহাদাতবরণকারীদের প্রতি গভীর সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন। এ সময় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসেফ-এর ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ অনুবিভাগ), ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ই ডিসেম্বরের ওই সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন শান্তিরক্ষী আহত হয়েছিলেন। তাদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। স্বস্তির খবর হলো, বর্তমানে আহত সকলেই শঙ্কামুক্ত অবস্থায় আছেন।

Link copied!