ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০১:২৬ দুপুর

চলমান বিপিএলের মাঝপথেই রংপুর রাইডার্সের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন নুরুল হাসান সোহান। দলের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের এই পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের বাকি অংশে রংপুরকে এখন থেকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

২০১৭ সালের চ্যাম্পিয়ন দল রংপুর এবারের আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে থাকলেও প্লে-অফে জায়গা নিশ্চিত করতে তাদের এখনো ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে কঠিন লড়াই করতে হবে।

এমন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়েই সোহান অধিনায়কের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এখন লিটনের নেতৃত্বে রংপুর কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার বিষয়। উল্লেখ্য, রংপুর রাইডার্স গত শেষ তিন আসর ধরে টানা প্লে-অফ খেললেও সেই বাধা টপকে ফাইনালে পৌঁছাতে পারেনি। এবার তাদের জন্য প্লে-অফে জায়গা করে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, নতুন অধিনায়ক লিটন দাসের অধীনে রংপুর রাইডার্স আগামীকাল শনিবার মাঠে নামবে। দুপুর ১টায় তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচটি রংপুরের প্লে-অফের স্বপ্ন টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!